লেখক : - ফারজানা মৃদুলা
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের পথযাত্রায় এক সাহসী নাবিক বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, একটি অধ্যায়, এক অনড় বিশ্বাসের প্রতিচ্ছবি।দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি সহ্য করেছেন নির্বাসন, নিপীড়ন, অপবাদ তবু হার মানেননি কখনও,
মাথা নত করেননি অন্যায়ের কাছে।তিনি ছিলেন প্রতিবাদের কণ্ঠ, আপসহীন নেতৃত্বের প্রতীক, যার শূন্যতা আজ দেশের রাজনৈতিক চেতনায় গভীর এক শোকের ছায়া ফেলেছে।এই মৃত্যু নয়, একটি যুগের অবসান। বাংলাদেশের জনগণ তাকে মনে রাখবে, অঙ্গীকার, ত্যাগ আর সংগ্রামের অনন্ত অনুপ্রেরণা হিসেবে।আল্লাহ তার সব নেক কাজ কবুল করুন, জান্নাতের মেহমান করুন। আমিন।
এ জাতীয় আরো খবর...