স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ২৩ নম্বর ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ আজ ২৫ অক্টোবর ২০২৫, রোজ শনিবার এই প্রচারপত্র বিতরণ করেন তিনি।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ এ প্রসঙ্গে বলেন, “৩১ দফা হলো গণমানুষের চুক্তিপত্র। এতে আছে ন্যায়, উন্নয়ন ও স্বাধীনতার নিশ্চয়তা। আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি ঘরে ঘরে, কারণ বিএনপি বিশ্বাস করে – গণতন্ত্রই জনগণের আসল শক্তি। অধিকার প্রতিষ্ঠার এই পথ থেমে থাকবে না যতদিন না সত্যিকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।”
লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ২৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। তারা জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে ন্যায়, সমতা ও উন্নয়নভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হবে।
লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ২৩নং ওয়ার্ড বিএনপির মহানগর স্থানীয় নেতৃীবৃন্দ!