💦 হায়রে জীবন 💦
মোঃ মানিক মিয়া,
সাংবাদিক ও লেখক।
সাদুল্লাপুর, গাইবান্ধা।
ছুটতে ছুটতে হচ্ছি পরিশ্রান্ত
হাঁপাতে হাঁপাতে আছি জীবন্ত।
নিশিতে থাকি যখন ঘুমন্ত
অঙ্গ, চিত্ত হয় শান্ত।
কাজের ধারা বজায় রাখতে
চেষ্টা সময়ে তাল মেলাতে।
পাচ্ছিনা যেন প্রাণশক্তি পীড়নে
ক্লান্তি দূর রাতের অবসানে।
ভোরের শুরুটা আবারো সমভাবে
প্রতীক্ষা কখন রাত হবে।
এভাবেই কাটবে সময় জীবনে
স্তব্ধ হবে সব মরণে।
এ জাতীয় আরো খবর...