সখীপুর উপজেলা বিএনপির সভাপতির পদ সাময়িক অব্যাহতি,
টাংগাইল সখীপুর প্রতিনিধি,
সখীপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে পরিবর্তন এবং সভাপতির পদ সাময়িক অব্যাহতি ঘোষনা।
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থলে নাজিম মাস্টার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত অনুলিপি কেন্দ্রীয় বিএনপির দপ্তর, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আমান উল্লাহ খান আমান এবং সখিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর...