প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
খুলনায় আলোচিত জোড়া খুনের ঘটনায় এজাজুলকে গ্রেফতার করেছে র্যাব

খুলনা প্রতিনিধি : আল মাহামুদ প্রিন্স
খুলনার আদালত চত্ত্বরে আলোচিত রাজন ও হাসিব হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকা আসামি মোঃ এজাজুল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে র্যাব-৬ এর একটি বিশেষ টীম রূপসার আইচগাতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি বিশেষ অভিযানিক দল রূপসা উপজেলার আইচগাতি এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে গত ৩০ নভেম্বর খুলনার আদালত পাড়ায় প্রকাশ্যে দিন-দুপুরে একই দিনে দুর্বৃত্তর গুলিতে নিহত রূপসার বাগমারা গ্রামের ফজলে রাব্বি রাজন ও নতুন বাজার এলাকার হাসিব হাওলদার হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকা এজাজুল হোসেনকে গ্রেফতার করে।
এর আগে গত ১ ডিসেম্বর
রিপন নামে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব এজাজ শেখের ছেলে ফজলে রাব্বি রাজন ও নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা আঃ মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলদার অস্ত্র মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা দিয়ে আদালতের প্রধান গেট দিয়ে যাওয়ার সময় ৬/৭ জনের একটি দল রাজনের ঘাড়ে চাপাতি দিয়ে কোপ দেয়। অারেকজন এসে রাজনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঠিক একই সময় হাসিব হাওলাদারকে গুলি করে দুর্বৃত্তরা। রাজন ও হাসিব মাটিতে লুটিয়ে পড়লে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আশপাশের লোকজন নিরাপদ স্থানে অবস্থান করে। কিছুক্ষণ পর দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ল ফাঁকা গুলি ছোঁড়ে। এর পর তারা চলে যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24