প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিজয় রেলী অনুষ্ঠিত।

বার্তাপ্রেরক
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিজয় রেলী করেছে খেলাফত মজলিসের মহানগর শাখা। ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল দশটায় চাষাঢ়া প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি রেলী বের হয়ে চাষাঢ়া ঘুরে ডিআইটি গিয়ে শেষ হয়।
মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে রেলীপূর্ব সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, বন্দর থানা পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24