প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
রূপসায় সাগর নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক আল মাহমুদ প্রিন্স :খুলনা প্রতিনিধি
খুলনার রূপসার জাবুসা এলাকায় গ্রীণবাংলা হাউজের অদূরে সাগর (৪০) শেখ নামে এক ব্যক্তিকে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।সাগর ওই এলাকার মোঃ ফায়েক শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা এলাকার গ্রীণবাংলা হাউজ এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী সাগর শেখ জাবুসা চৌরাস্তা মোড় এলাকা থেকে বাজার করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্য গ্রীণবাংলা হাউজ গেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সাগরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, জাবুসার গ্রীন বাংলা হাউজের সামনে সাগর নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24