প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
বাট্টাজোরে ৮ ও ৯ নং ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠনে প্রস্তুতি সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাট্টাজোর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনা বাস্তবায়নে কেন্দ্র কমিটি গঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ আক্তার হোসেন মাস্টার, সভাপতি বাট্টাজোর ইউনিয়ন বিএনপি।
আব্দুল হামিদ সহ-সভাপতি বকশীগঞ্জ উপজেলা বিএনপি।এছাড়াও উপস্থিত ছিলেন—লিটন আকন্দ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাট্টাজোর ইউপি ও সাধারণ সম্পাদক বাট্টাজোর ইউনিয়ন বিএনপি
আরিফুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক বাট্টাজোর ইউনিয়ন বিএনপিমাসুদ হাসান নীরব, উপজেলা যুবদলখায়রুল ইসলাম, সভাপতি বাট্টাজোর ইউনিয়ন যুবদলহাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক বাট্টাজোর ইউনিয়ন যুবদল ইসরাফিল আকন্দ, ইউনিয়ন ছাত্রদল সভায় আগত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং সাংগঠনিকভাবে শক্তিশালী কেন্দ্র কমিটি গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24