প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
চট্টগ্রামের বারখাইন ইউনিয়নের পূর্ব ঝিওরী এফ সি একাডেমির রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

মুহাম্মদ বোরহান উদ্দিন টুটুল, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরহুম নূরুল ইসলাম মাষ্টারের মিল ঘর মাঠে পূর্ব ঝিওরী এফ সি একাডেমির উদ্যোগে রাত্রিকালিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (৫ডিসেম্বর) রাত ৯ টার সময় নিজ গ্রামের মরহুম নূরুল ইসলাম মাষ্টারের মিল ঘর মাঠে বেলুন উড়িয়ে, ফিতা কেটে বল ছুড়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারখাইন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন ও দৈনিক পূর্ণজাগরণ বিডি ২৪ পত্রিকার প্রধান সম্পাদক, আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,ও বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক (সাংবাদিক) এম.ইমরান বিন ইসলাম।
এ সময় অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, power in sports is the power of sports "ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল " মানবিক সুস্থ সমাজ গড়তে ক্রীড়া ও সাংস্কৃতিক ”র্চ্চার গুরুত্ব অপরিসীম। ছেলে-মেয়েদের শারীরিক গঠন সুন্দর এবং মানুষিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সুন্দর সমাজ ও উন্নত দেশ গড়তে খেলাধুলার ভূমিকা অপরিহার্য।’
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি সাদ্দাম হোসেন বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম.ইমরান বিন ইসলাম (সাংবাদিক), রিমন, জাবেদ,মোজাম্মেল,জমির,মাসুদ,রাসেল,আজিম,আবিদ,খালেদ,শিহাব,এমরান,নিশাত,হৃদয়,রিফাত,নোমান,নাঈম,মোশারফ,খোকন,শাকিল,ইকবাল,শাহাদাত,বেলাল, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ফুটবল টুর্ণামেন্টে ফাইটারস ক্লাব ৩-০ গোলের ব্যবধানে স্ট্রাইকার্স বাংলা ক্লাবকে হারায়। খেলোয়ারদের খেলা দেখে দর্শকরা মুগ্ধ হন। খেলায় আশপাশের এলাকা থেকে শত শত দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24