প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
পুলিশের হাতে গ্রেফতার, দাঁড়ালো অস্ত্র নিয়ে, আজিম ,

রিমা ,আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
রেললাইন, বউবাজার খানপুর, নারায়ণগঞ্জ, রাত আনুমানিক, ১২ ঘটিকার সময়,
নারায়ণগঞ্জ টহোল পুলিশ, অদ্য এলাকা থেকে, মোঃ আজিম, ২৮, পিতা মোঃ ফালান, নামে এক ব্যক্তিকে, দাঁড়ালো অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করেন,
উক্ত ব্যক্তির নামে, পূর্বে ফতুল্লা মডেল থানায় আটটি মামলা ও নারায়ণগঞ্জে মডেল থানায় দুটি মামলা চলমান আছে বলে, নারায়ণগঞ্জের মডেল থানার ডিউটি অফিসার জানান ,
উক্ত সংবাদ লেখা পর্যন্ত উক্ত ব্যক্তি নামে কোন মামলা রুজু করা হয়নি,
উক্ত ব্যক্তির নামে খোঁজখবর নিয়ে জানা যায় গতকাল ও ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তার হয়েছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24