প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 5, 2025 ইং
নলডাঙ্গায়, বিসমিল্লাহ ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধনঃ

ইউসুফ হোসেন
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
অদ্য ৫ই নভেম্বর রোজ শুক্রবার বিকাল চার ঘটিকায় বিসমিল্লাহ হাসপাতালের সত্ত্বাধিকারী আনোয়ার হোসেন এর পরিচালনায় বিসমিল্লাহ ফিজিওথেরাপি সেন্টার এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রবিউল আওয়াল।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিলুল্লাহ, নলডাঙ্গা বাজার মালিক সমিতির সভাপতি নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক-আলমগীর কবির, আঃ বারী (এনসিপি)
নলডাঙ্গা উপজেলা প্রধান সমন্বয়কারী, ডাঃ দ্বীপ কুমার দত্ত হাড়জোড় বিশেষজ্ঞ, ডাঃ আশা আরাফেন কান্তা (এফসিপিএস গাইনী)রাজশাহী মেডিকেল , শিথীসেন (এফসিপিএস শিশু) রাজশাহী মেডিকেল, ডাঃ লক্ষীদেবী মল্লিক (এমএস কোর্স) রাজশাহী মেডিকেল, ডাঃ রফিকুল হাসান (নিউরো বিশেষজ্ঞ ঢাকা), ডাঃ সানাউল্লাহসহ প্রমুখ।
বিসমিল্লাহ ফিজিওথেরাপি সেন্টার সত্ত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ফিজিওথেরাপি সেন্টারের সেবার মাধ্যমে নলডাঙ্গা উপজেলার মানুষের দার প্রান্তে পৌঁছাতে চাই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24