প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 4, 2025 ইং
নলডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকান্ডে- ৩ ভাই সর্বশ্বান্ত

ইউসুফ হোসেন, নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ারপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ইং সন্ধ্যা ৬টায় ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রায় ৭ থেকে ১০ লাখ টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ রোস্তম আলী জানান, খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্টেশন ইনচার্জ আরও জানান, মৃত মুনছুর প্রাং-এর তিন ছেলে— মোঃ দুলাল, মোঃ হেলাল এবং বেলালের বাড়িতে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকা, জমির কাগজপত্র, ভোটার আইডি কার্ড, ধান-চাল-ভুট্টাসহ বিভিন্ন শস্যদানা পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুলালের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নলডাঙ্গার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র, প্রাথমিক শুকনা খাবার প্রদান করা হয়। এছাড়া ইউএনও ২ বান্ডেল টিন ও ১১ হাজার টাকার চেক প্রদান করার আশ্বাস প্রদান করেন।
অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপির নলডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। নাটোর সদর-নলডাঙ্গা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, আলহাজ্ব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। , ক্ষতিগ্রস্তদের প্রতি তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয়দের দ্রুত পদক্ষেপ এবং ফায়ার সার্ভিসের তৎপরতার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। আগুনে হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত পরিবার তিনটি বর্তমানে চরম মানবিক সংকটে পড়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24