প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ব্রিফ করবেন জাহিদ হোসেন ও রুহুল কবির রিজভী: বিএনপি

জামালপুর প্রতিনিধিঃ আলীমজনু বাবু
বিএনপি চেয়ারপারসন ও সাবেক
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে কথা বলার জন্য দলের পক্ষ থেকে নির্দিষ্ট দুইজনের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়া, এ বিষয়ে অন্যান্য বিষয়ে গৃহীত সিদ্ধান্ত গণমাধ্যমে ব্রিফ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে আরও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে:
উপরে উল্লেখিত ব্যক্তিবর্গের বক্তব্য ছাড়া কেউ কোনো সূত্র বা কারো বক্তব্য ব্যবহার করবেন না।
দেশনেত্রীর চিকিৎসা বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সবাইকে তাৎক্ষণিকভাবে জানানো হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহল থেকে বেগম জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক খবর পরিবেশনে স্বচ্ছতা এবং একক মুখপাত্রের উপর নির্ভরতা নিশ্চিত করা হলো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24