প্রিন্ট এর তারিখঃ Dec 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2025 ইং
নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ইউসুফ হোসেন (নলডাঙ্গায়) নাটোর :
নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে। নলডাঙ্গা পৌর বাজারে জহুরুল ভিলার দ্বিতীয় তলায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম। তিনি প্রেসক্লাবের গঠনতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরে উপস্থিত সদস্যদের পাঠ করে শোনান।
সভায় সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন বিভিন্ন সংবাদ নিয়ে পর্যালোচনা ও সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন।
সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত থেকে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা শেষে সভাপতি ও সদস্যবৃন্দ ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24