প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
ভয়াবহ অগ্নিকাণ্ডে ,কোটি টাকার ফেব্রিকসের মালামাল বিনষ্ট,

পারভিন আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
২০শে নভেম্বর সন্ধ্যা৫ ঘটিকার সময়, , ৩৪ কেসি ,নাগ রোড আমলাপাড়ায় নারায়ণগঞ্জে , ভয়াবহ অগ্নিকাণ্ডে, মারু সাহেবের , চার তলা বিল্ডিং এর, নিচতলা এম এস দিপু ফেব্রিক্স এর থানকাপুরের, গোডাউনে আগুন লাগিয়া, অনুমান িক এক হইতে দেড় কোটি টাকার মালামাল পুড়ে বিনষ্ট হয়ে যায়,
পরবর্তীতে পাশে তাহাদের বিল্ডিং এর ওপর পাশে, বলাকা পেট্রোল পাম্পের, লোক এসে প্রথমে জানলা ভেঙ্গে কিছু মালামালসহ লোককে বাইর করতে সক্ষম হলে, নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস মন্ডল পাড়ার একটি টিম, মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে, প্রায় দেড় হইতে দুই ঘন্টা অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়,
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, ধারণা করা হচ্ছে ইলেকট্রিকের শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের কারণ হইতে পারে বলে,
সার্ভিসের টিম রাত ৯ ঘটিকার সময় তাদের টিম মন্ডলপাড়ার তাদের কর্মস্থলে চলে যান।
পার্শ্ববর্তী বিল্ডিং এর মালিকরা জানান, বলাকা পাম্পের কর্মকর্তা বিন্দু না আসলে খতির পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা ছিল বলে জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24