প্রিন্ট এর তারিখঃ Dec 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
চন্দনাইশ সাবেক উপজেলা চেয়ারম্যান বিমানবন্দর থেকে গ্রেফতার

এস.এম.জাকির:দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সাবেক চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী আবদুল জব্বার চৌধুরীকে গত ১৬ নভেম্বর রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীকে আটক করে। তিনি বিমান যোগে চট্টগ্রামে এসে নামার পর কোতয়ালী থানা পুলিশ একটি হত্যা মামলায় আটক করে। গতকাল ১৭ নভেম্বর দুপুরে হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। জব্বার চৌধুরী চন্দনাইশ উপজেলার পর পর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। গত ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে চন্দনাইশ ছৈয়দাবাদের মরহুম মখলেছুর রহমানের ছেলে বলে জানা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24