প্রিন্ট এর তারিখঃ Dec 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
নাটোরের নলডাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত

মোঃ ইউসুফ হোসেন
নলডাঙ্গা-নাটোর প্রতিনিধি।
নাটোরের নলডাঙ্গায় চাষকৃত ট্রাক্টর উলটে পিপরুল গ্রামের ছলাইমান (২৩) নামে একজন নি#হ#ত। পিতা কামাল প্রাং পিপরুল গ্রামের বাসিন্দা। আজ ১৭ই নভেম্বর রোজ সোমবার আনুমানিক বিকাল ৫ঘটিকায়, পিপরুল গ্রামের গনির মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বাবু শেখ বলেন, দুর্ঘটনার পর ছলাইমান কে উদ্ধার করে ভ্যানযোগে আধুনিক সদর হাসপাতাল নাটোর, পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে পরলোকগমন করেন ছলাইমান।
এম্বুলেন্স যোগে ছলাইমানের নিথর মরদেহ, প্রায় রাত ৭:৩০ মিনিটে পিপরুল নিজ বাসভবনে উপস্থিত হয়। এলাকাবাসীর আহাজারি, ছলাইমান অত্যন্ত দায়িত্বশীল, সত্যবাদী এবং পরোপকারী ছিলেন। বর্তমান তার বাড়িতে হাজারও মানুষের ঢল। ছলাইমানের নিথর মরদেহ একপলক দেখার জন্য। ছলাইমান বর্তমানে এক সন্তানের জনক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24