প্রিন্ট এর তারিখঃ Dec 1, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
আওয়ামী লীগের ৫ই আগস্ট ছাত্র জনতার, হত্যার প্রতিবাদে, বিক্ষোভ

,রিমা আনজুমান নারায়ণগঞ্জ উপজেলা প্রতিনিধি।
নারায়ণগঞ্জের বিএনপি'র অঙ্গ সংগঠনের পক্ষ থেকে, নারায়ণগঞ্জ মিশন পাড়া হইতে, একটি বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জের সকল রোড প্রদর্শন করে,,মিশন পাড়া এসে বক্তব্য রাখেন,
বিএনপির মহানগরে আহবায়, এডভোকেট সাখাওয়াত হোসেন,
সদস্য সচিব, অ্যাডভোকেট আবু আল ইসুফ, সাবেক সংসদ সদস্য, আবুল কালাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ,
বিগত সরকারের আমলে, গুম খুন হত্যার প্রতিবাদে, আজ বিচার অধীনে রায়ের কার্য করার প্রতিবাদে, বিএনপি নেত্রীবৃন্দ, এক আলোচনা ও মিছিল বের করেন,
মিশন পাড়া হয়ে দুই নম্বর হয়ে চাষারা এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্ত ঘোষণা করেন।
এবং নেতৃবৃন্দ আগামী নির্বাচনে, ধানের শীষে ভোটদানের জন্য সকলকে আহ্বান জানান,।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24