
মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ,
তিন, নভেম্বর রোজ মঙ্গলবার, বেলা বারোটার সময়, শিল্পকলা একাডেমী নারায়ণগঞ্জ,
জেলা প্রশাসক নারায়ণগঞ্জের আয়োজনে, এইচ এস সি ও সমমান পরীক্ষা ২০২৫ এ ফলাফল বিপর্যয়ের কারণ ও উত্তরণের করণীয় সংক্রান্ত, বিষয়ে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়,
প্রধান অতিথি , জনাব শোয়াইব আহমাদ খান ,অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়,
গেস্ট অফ ওনার, প্রফেসর ড, খন্দকার এহসানুল কবীর চেয়ারম্যান ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা,
সভাপতিত্ব করেন,জনাব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জসিম উদ্দিন মিয়া, পুলিশ সুপার নারায়ণগঞ্জ,মোহাম্মদ আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মশিউর রহমান, সিভিল সার্জেন নারায়ণগঞ্অধ্যক্ষ ,আবুল কালাম আজাদ মোহাম্মদ রোমান রেজা প্রিন্সিপাল নারায়ণগঞ্জ কলেজ,এডভোকেট, আবুল আল ইউসুফ টিপু, সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর জামেয়াত ইসলামের আমির মইনুদ্দিন আহম্মেদ,তরিকুল ইসলাম সুজন,
আমিনুল হক, নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পাঠানতলী,মাকসুদুল ইসলাম রাজীব, বিএনপি'র নেতা,
এডভোকেট আল আমিন, প্রধান আহ্বায়ক এন সি,পি, নারায়ণগঞ্জ, আরো বিভিন্ন কলেজ এর প্রিন্সিপাল ,প্রফেসর , ডক্টর, রাজনীতিকবিদ, সহসাংবাদিকবৃন্দ, সবাই বিভিন্ন নেতৃবৃন্দ ২০২৫ এ ফলাফলের খুব অসন্তুষ্ট প্রকাশ করেছেন, এটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় তাহার সুপরামর্শ চান,
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, বক্তব্যে জানান যে এ ফলাফলের জন্য শুধু শিক্ষক মন্ডলী তাই নয় তার জন্য, ছাত্রদের গার্জিয়ান দেরও একটি ভূমিকা পালন করে,
যেমন তার ছেলে অথবা মেয়ে কলেজে রীতিমতন ক্লাস করছেন কিনা, তাহার খোঁজখবর নেওয়া,
বাসায় লেখাপড়ার দিকে নজর দেওয়া, সহ বিভিন্ন দায়িত্ব পরিবারে,
বক্তবে সচিব মহোদয়, এবার কার ফলাফলের জন্য, দেশের পরিস্থিতির জন্য কিছু দায়ী করেন ,
কিছুটা দায়ী করেন বর্তমানের ছাত্রছাত্রীরা মোবাইলে অশোক্ত হয়ে, লেখাপড়ার থেকে কিছুটা সরে এসেছে,
এবং আরো জানান যে, বর্তমান প্রেক্ষাপটে, শিক্ষকদের ছাত্ররা সম্মানজনক না দেওয়ায়, ছাত্রদের প্রতি শিক্ষকদের দায়িত্ব কঠিন ভাবে নেওয়া যাচ্ছে না, এইজন্য ছাত্ররা রীতিমতো ক্লাস ও করেন না,
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া , তথ্য মদ বিনিময় সভায় সকল অংশগ্রহণ করার জন্য সকলকে অভিনন্দন ধন্যবাদ জানান,
এবং আগামীতে যাতে সন্তুষ্ট জনক ছাত্ররা লেখাপড়া করে, ফলাফলের হার আরো বাড়াইতে পারে তার জন্য, প্রথম তিন জনের দায়িত্ব থাকে বলে মনে করেন,
এক শিক্ষক, দুই অভিভাবক, তিন কলেজের পরিবেশ,
এই বিষয়ে সকল রাজনীতিকবিদ ,শিক্ষক এবং অভিভাবকদের, প্রতি জেলা প্রশাসক মহোদয় অনুরোধ জানান, আমাদের ছেলে আমাদের ভাই আমাদের বোন, রীতিমতো স্কুল, মাদ্রাসা কলেজে পাঠ্য দান করেন কিনা, উপস্থিত হন কিনা সকল বিষয় যোগাযোগ রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
ঢাকা থেকে আগত সচিব মহোদয়, সহ সকল নেতৃবৃন্দদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সভার সমাপ্ত ঘোষণা করেন।