প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
গাইবান্ধায় রেল ও সড়ক সেতুর দাবিতে মশাল কর্মসূচি পালন।

মোঃ মানিক মিয়া, ষ্টাফ রিপোর্টার গাইবান্ধা।
গাইবান্ধায় রেল ও সড়ক সেতুর দাবিতে মশাল কর্মসূচি পালন করা হয়েছে।
বালাসীঘাট হইতে বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেলসেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
রবিবার রাতে জেলার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট ব্রহ্মপুত্র নদী পাড়ে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। এবারের স্লোগানের প্রতিপাদ্য বিষয় ছিল, আইসো বাহে, বালাসী বাঁচাই বাস্তবায়ন চাই, দিতে হবে”।
এতে মশাল হাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয়রা অংশগ্রহণ করে।
এসময় বক্তব্য রাখেন, বালাসী বাচাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, এস এম হুনান হক্কানী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বকশী, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক নজর বীন কেনান হক্কানী প্রমুখ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, এই সেতু বাস্তবায়ন হলে গাইবান্ধা ও জামালপুরসহ উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।
এতে অর্থনীতি, কৃষি ও বাণিজ্য খাতে নতুন vদিগন্ত উন্মোচিত হবে। নদীর দুই তীরের বাসিন্দাদের আশার প্রতিফলন ঘটবে এবং দ্রুত দেশের সমৃদ্ধি অর্জিত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24