প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2025 ইং
কুয়েত খেলার মাঠে নিষিদ্ধ সৈরাচারী স্লোগান ক্ষুব্ধ প্রবাসীরা

কুয়েত খেলার মাঠে নিষিদ্ধ সৈরাচারী স্লোগান ক্ষুব্ধ প্রবাসীরা
আবু নাসে মহিউদ্দিন,
নিজস্ব প্রতিনিধি,
এএফসী লীগ কাপ খেলতে বসুন্ধরা কিংস ফুটবল টীম বাংলাদেশ থেকে কুয়েত পৌচ্ছাতেই বসুন্ধরা কিংস এর সাথে সখতা ভাব গড়ে তুলে আওয়ামী সৈরাচার এর কিছু কর্মী এবং কুয়েত টিকটকে দেশ বিরোধী প্রচারণা চালানো এই সৈরাচার এর গুপ্তচর।
বসুন্ধরা কিংস এর খেলা মাঠে জয় বাংলা স্লোগান দেওয়া কোন প্রয়োজনীতা আছে কি? এখানে দেশের হয়ে খেলতে আসা প্রতিনিধি প্রবাসীদের অংহকার, তাইতো ঐদিন খেলার মাঠে ৯ হাজার প্রবাসী মুখে ছিল বাংলাদেশ বাংলাদেশ বসুন্ধরা কিংস।
অন্য দিকে কিছু আওয়ামী দোষর স্লোগান দিয়ে মাঠের দর্শকদের মধ্যে ক্ষুব্ধ মনোভাব সৃষ্টি করে । অনেক দর্শকেরা বলেন আমরা দেশকে ভালবেসে খেলা দেখতে আসলাম আর তাঁরা জ'য়'বাং'লা স্লোগান দিচ্ছে কারণ তাঁরা চায় প্রবাসের মাটিতে দেশকে ভিন্ন ভাবে উপস্থাপন করা, এদের উদ্দেশ্য ছিল অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা।
খেলায় অংশগ্রহণ করেন সাধারণ প্রবাসী থেকে সকল দলের কর্মীরা কিন্তু কেউ দলের হয়ে কোন প্রচারণা চালো মনে করেননি। কারণ এটা প্রবাসে দল স্লোগান মিছিল মিটিং নিষিদ্ধ।
অন্য দিকে আরেক আওয়ামী দোষরহিত বিগত ১৬ বছর প্রবাসীদের অতিষ্ঠ করে তোলা কামাল জোসেন নামের ব্যক্তির কান্ডে ক্ষুব্ধ মিডিয়া কর্মী, কামাল নিজে কোন মিডিয়া কর্মী নয় কিন্তু মাঠে তাকে দেখা যায় ফটো, ভিডিও লাইভ এগুলো করতে ব্যস্ত, গলায় ঝুলানো মিডিয়ার কার্ড যা বাংলাদেশের সংবাদকর্মীদের জন্য জরুরী ছিল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটার দায়ভার এড়াতে পারবে কি? বসুন্ধরা কিংস এর মিডিয়ার দায়িত্বশীল এর কাছে এক ডজন উপরে মিডিয়ায় কাজ করা সংবাদমাধ্যম কর্মী তাদের সকল ডকুমেন্টস জমা দিয়ে কেন পায়নি মিডিয়া কভারেজের কার্ড?
তাহলে কি এখনো দেশ থেকে প্রবাসে সৈচারীর দল বল তাদের কার্যক্রম চালিয়ে যাবে এভাবে। এবং সাধারণ থেকে মিডিয়ায় তাদের অতিতের মত প্রভাব চলবে,কেন তাদের বিরুদ্ধে এখনো কোন পদক্ষেপ নেয়নি বিদেশি কল্যাণ মন্ত্রণালয়ের কেউ।
সরাসরি তাদের এমন কার্যক্রম প্রবাসে আসকারা পাওয়ার মত কাজ কেন সাধারণ প্রবাসীদের বিপাকে ফেলত এরা এমন কাজ করবে।
আজ রোজ বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫.
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24