প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
ডাক্তার ইয়াসিন অসহায় রুগীকে দেখেন মাত্র ১০ টাকার বিনিময়ে!

ডেস্ক নিউজ : রাজশাহী
একজন অভিজ্ঞ চিকিৎসক এর জীবন যেন এক মানবতার দৃষ্টান্ত। বলছি রাজশাহী রাজপাড়ার ডঃ ইয়াসিন তিনি প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও দ'রি'দ্র ও অ'স'হায় মানুষের জন্য তার দরজা খুলে দেন মাত্র ১০ টাকা ভিজিটে তিনি রোগীদের সেবা দেন তিনি একজন অভিজ্ঞ ডিগ্রিধারী ডাক্তার মূলত তার ভিজি ৮০০ টাকা শুধুমাত্র দরিদ্রের জন্য এই সিস্টেম তিনি করে রেখেছেন কোন কোন সময় রোগীদের ঔষধের খরচ না থাকলেও তিনি ঔষধের ব্যবস্থাও করে দেন গ্রামের অ'স'হায় রোগীরা বলেন ডাক্তার ইয়াসিন শুধু একজন ডাক্তার নন তিনি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত!
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24