
পারভীন আক্তার : নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহে যৌনকর্মীদের অন্তর্ভুক্তিকরণ শীর্ষক বিষয়ে আলোচনা সভা,
২৮ শে অক্টোবর রোজ মঙ্গলবার, সকাল ১০ ঘটিকার সময়, নতুন কোট হিমালয় চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টার, তৃতীয় তলায়, স্থানীয়, সহযোগিতায়, অক্ষয় নারীর সংঘ,
আয়োজনে, সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক,প্রধান অতিথি, মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় নারায়ণগঞ্জ,সভাপতিত্ব করেন,নুন নাহার, সভানেত্রী, সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক ঢাকা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ভিকারুন্নেছা, উপপরিচালক, মহিলা বিষয় অধিদপ্তর নারায়ণগঞ্জ,
মোহাম্মদ ওয়াসিম খান, এস আই, ফতুল্লা মডেল থানা নারায়ণগঞ্জ,
এডভোকেট মোস্তাফিজুর রহমান খোকন, জজ কোর্স নারায়ণগঞ্জ, মোহাম্মদ নাজির খান, সভাপতি, ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ, সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন,
নুরনাহার বক্তব্য, জানান যে যৌনকর্মীরা অসহায় এবং অত্যাচারিত, সুবিধাবঞ্চিত, তারা এ কাজ কোন না কোন ভাবে বিপদে পড়ে এই পেশা বেছে নিয়েছে, তাই তারা সমাজে অন্য অন্য ব্যক্তিবর্গের মতন তারাও সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে চায়, উক্ত বিষয়ে সমাজসেবা অফিসারের নিকট তাদের সুবিধার্থে সকল বিষয়ে সহযোগিতা চান,
মহিলা বিষয় অধিদপ্তরের , উপ-পরিচালক জানান,
যৌনকর্মীদের সুবিধার্থে, তারা বছরে তিনবার বিভিন্ন প্রশিক্ষণ দানে কর্মসূচি প্রোগ্রাম করে থাকেন, এ সকল সুবিধা নেওয়ার জন্য তাহাদের অনুরোধ জানান,
ফতুল্লা থানার এসআই ওয়াহিদ, জন্য কর্মীদের বিভিন্ন সমস্যাবলীর প্রেক্ষিতে, তাহার সর্ব সহযোগিতায় আশ্বাস প্রদান করেন,
মোহাম্মদ নাজির খান, সংবাদকর্মী, তাদেরকে অবহিত করেন, তাদের যেকোনো সমস্যাবলী হলে তাকে যেন ফোনে জানান তৎক্ষণিক ভাবে তাহা তাদের সকল সমস্যার সমাধানের চেষ্টা করবেন,
আসাদুজ্জামান সরকার উপ-পরিচালক মহোদয়, সভানেত্রী কাজল আক্তারের সকল বিষয়ে আমলে নিয়ে,
সরকারের সকল সুবিধা গুলি যাতে তারা পায়, সে নির্দেশনা গুলি তাদের নিকট প্রেরণ করেন,
এবং শিশুদের জন্য তাহাদের সমাজসেবার অন্তর্ভুক্ত আশ্রয় কেন্দ্রের সাহায্য নিলে তারা সেই ব্যবস্থা করে দিবেন,
সভানেত্রী কাজল একটা জানান,
আমরা বাংলাদেশি জনসূত্রে আমরা এদেশের নাগরিক, যাহা সত্য আমাদের অনেক সুযোগ সুবিধা হইতে আমরা বঞ্চিত, ভিনদেশী রোহিঙ্গারা ১০ লক্ষ নাগরিক বাংলাদেশের সকল সুবিধা পাইতে পারলে, আমার সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দরা কেন এই সুযোগ-সুবিধা হইতে বঞ্চিত, উপস্থিত সকলের কাছে এদের সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা দানের জন্য অনুরোধ জানিয়ে, সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আলোচনা সমাপ্ত ঘোষণা করেন।