
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলীমজনু বাবু
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ সাওদাগর বিপ্লব।
প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সাওদাগর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
• এডভোকেট আনিসুজ্জামান গামা, সভাপতি, বকশীগঞ্জ পৌর বিএনপি
• এডভোকেট মুকাম্মেল হক, সহ-সভাপতি, বকশীগঞ্জ উপজেলা বিএনপি
• সাইফুল ইসলাম তালুকদার শাকিল, সাধারণ সম্পাদক, বকশীগঞ্জ পৌর বিএনপি
• আব্দুল হামিদ, সহ-সভাপতি, বকশীগঞ্জ উপজেলা বিএনপি
কেন্দ্রীয় পর্যায়ে উপস্থিত ছিলেন –
• শাহজাহান শাওন, সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন –
• মাহবুবুর রহমান লাভলু, সদস্য সচিব, বকশীগঞ্জ উপজেলা যুবদল
• তানজিল আহমেদ সুজন, সদস্য সচিব পৌর যুবদল
এছাড়াও উপজেলার ৭ টি ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জের মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিলাদ ভাই ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।