প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
বাইট্টা পাড়া জামে মসজিদ কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন।

মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়া বাজার জামে মসজিদের কেন্দ্রীয় কবরস্থানের সুরক্ষার জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করা হয়েছে।
বর্তমান মসজিদ কমিটির দায়িত্বশীলদের নিবিড় তদারকিতে এই গুরুত্বপূর্ণ কাজটি শুরু হলো।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল এগারো ঘটিকায় বাইট্টাপাড়া বাজার কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।
কবরস্থানের বাউন্ডারি ওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ শামসুল আলম।
কবরস্থানের ওয়াল নির্মাণ কাজের সার্বক্ষণিক তদারকি করছেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা শাহ আলম মুরাদ, সভাপতি জাকির হোসেন মোল্লা এবং সদস্য নুরুল আলম।
মসজিদ কমিটির দায়িত্বশীলরা জানান, এই বাউন্ডারি ওয়ালটি নির্মিত হলে কবরস্থানটি পুরোপুরি সুরক্ষিত থাকবে। তারা আরও আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি অবশেষে পূরণ হতে চলেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24