প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
লংগদু তাঁতীদল পুরনো কমিটিই মাঠে থাকবে ঘোষণা নেতৃবৃন্দের

মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধি:
সাংগঠনিক ঐক্য জোরদার এবং দলের ৩১ দফা বাস্তবায়নের ডাক দিয়ে রাঙামাটির লংগদু উপজেলা তাঁতীদলের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে, সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তাঁতীদলের নতুন কমিটি গঠন নিয়ে দলের মধ্যে সৃষ্ট তীব্র অসন্তোষ। নেতৃবৃন্দ কঠোর ভাষায় নিষ্ক্রিয়দের সমালোচনা করে ঘোষণা দিয়েছেন, দলের পূর্বের কমিটিই সক্রিয়ভাবে আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করবে।
শনিবার (২৫ অক্টোবর) উপজেলার বাইট্টা পাড়া বাজার তাঁতীদলের অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতীদলের সভাপতি গাজী আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।
সভায় উপস্থিত অতিথিরা দলের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, বিএনপি বহু ত্যাগ ও প্রচেষ্টার মাধ্যমে আজকের অবস্থানে এসেছে, কিন্তু বর্তমানে কিছু লোক দলের ভাবমূর্তি নষ্ট করছেন।
কেন্দ্র থেকে তাঁতীদলের নতুন কমিটি নিয়ে আসার বিষয়ে বক্তারা তীব্র সমালোচনা করেন। তাঁরা প্রশ্ন তোলেন, যাদের সতেরো বছরে কোথাও মিছিল, মিটিং বা কোনো দলীয় কার্যক্রমে দেখিনা, তারা কিভাবে কমিটি নিয়ে আসে? এখন তারাই দলের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে নানা কটুক্তি করে যাচ্ছেন।
উপজেলা নেতৃবৃন্দরা একমত পোষণ করে জানান যে, এই ধরনের নিষ্ক্রিয় ব্যক্তিরা কখনোই দলের সক্রিয় কর্মী হতে পারে না। সংগঠনের মধ্যে কোন্দল সৃষ্টির এই প্রচেষ্টাকে তাঁরা তীব্রভাবে প্রত্যাখ্যান করেন।
সভায় ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে নেতৃবৃন্দ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন যে, তাঁতীদলের পূর্বের কমিটিই সক্রিয়ভাবে আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করবে এবং সংগঠনকে শক্তিশালী করবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম সহ তাঁতিদলের সাত ইউনিয়নের নেতৃবৃন্দরা এ সময় দলের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা তুলে ধরেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24