প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
ম্যাচ শুরুর আগে মেসি গ্রহন করলেন গোল্ডেন বুট!

ক্রীড়া প্রতিনিধি : ঢাকা
ম্যাচ শুরুর আগে মেসি গ্রগন করলেন গোল্ডেন বুট!
মেসিকে ম্যাচের আগে গোল্ডেন বুট পুরস্কার তুলে দিচ্ছেন এমএলএস কমিশনার
এরইমধ্যে এক ক্যালেন্ডার ইয়ারে মিয়ামির হয়ে ৩৯ গোল করেছেন মেসি। ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামার আগেই এমএলএস কমিশনার ডন গারবারের কাছ থেকে বুঝে নেন গোল্ডেন বুট।
পুরস্কার হাতে তুলে দেয়ার সময় এমএলএস কমিশনার বলেছেন, ‘মেসি ক্লাব ও লিগকে যা দিয়েছেন তা অভাবনীয়। আমি ভাবছি ২০২৮ সাল পইয্যন্ত আরো তিন বছর মেজর লিগে মেসি আরো কতো কি কি করবেন তা অভাবনীয়
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24