প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
বকশীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও মতবিনিময়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি বিপ্লব সওদাগর।
সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান নীরব এবং কামরুজ্জামান সানডু।
এছাড়াও উপস্থিত ছিলেন বাট্টাজোর ইউনিয়ন যুবদলের সভাপতি খায়রুল ইসলাম মন্ডল,
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব,
এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।
সভায় বক্তারা বলেন,
> “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা যুবদলই এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24