প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
আইনজীবী সমিতির নির্মানাধীন ভুবনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু,

মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধ,
২৩ শে অক্টোবর রোজ, বৃহস্পতিবার, দুপুর ,১,১৫, নারায়ণগঞ্জের ডিসি অফিসে, আইনজীবীদের নির্মাণাধীন ভুবনে, বিল্ডিং এর চার তলায় কাজ করতে গিয়ে, বিল্ডিং কনটাকটার মোঃ রিপন,
৩২, পিতা মস্তফা কবির, গলাচিপা কলেজ রোড নারায়ণগঞ্জ, কাজ করতে গিয়ে চারতালা থেকে পড়ে গেলে, উপস্থিত সহকর্মীরা, নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হসপিটালের নেওয়ার পর,১,৩০,মি, ভর্তি করার পর তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনায় মৃত্যু বরন করেন,
তাহার দেশের বাড়ি, বরিশাল,
মৃত্যুর কালে,৮/৯একটি মেয়ে রেখে গেছেন,
নির্মানাধীন ভুবনের, দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির কে জিজ্ঞাসা করলে, তিনি জানান, রাজ কন্টাকটার রিপনের গাফিলতিতে কারণে, তাহার এই মৃত্যু হয়,
তিনি আশ্বাস প্রদান করেন, আইনজীবী সমিতির পক্ষ থেকে, সকালের প্রচেষ্টায়, মৃত রিপনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করবেন, তৎক্ষণনি হাসপাতালে সকল কার্যক্রম অ্যাডভোকেট হুমায়ুন কবির, প্রসেসিং করে মৃত্যুর রিপণের মৃত্যু দেহ তাহার দেশের বাড়ি বরিশাল পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করে দেন,
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24