প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
লংগদুতে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধিঃ
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, মাইনীমুখ ইউনিয়ন শাখার উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল জলিলকে সভাপতি, মাওলানা আজিজুল হককে সেক্রেটারি এবং মাওলানা জুলহাস উদ্দীনকে কোষাধ্যক্ষ
নির্বাচিত করা হয়।
গতকাল, ২২ অক্টোবর, ২০২৫ ইং বুধবার, সকাল ১১টায় স্থানীয় মাইনীমুখ ইউনিয়ন পরিষদ হলরুমে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল লতিফ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ রাব্বিনুর জাহাঙ্গীর।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সভাপতি ও জাতীয় ইমাম সমিতির উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল মতিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি মাওলানা সোহেল আহমেদ।
অতিথিবৃন্দ সম্মেলনে উপস্থিত ইমাম ও ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উক্ত কাউন্সিল অধিবেশনে মাইনীমুখ ইউনিয়নের ইমাম সমিতির সদস্যদের সকলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি পদে মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি পদে মাওলানা আজিজুল হক এবং কোষাধ্যক্ষ পদে মাওলানা জুলহাস উদ্দীন নির্বাচিত হন।
সম্মেলনে উপস্থিত বক্তারা সমাজের শান্তি, শৃঙ্খলা ও নৈতিক উন্নয়নে ইমাম সমাজের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল জলিল উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে একটি সুন্দর সমাজ গঠনে ইমাম সমিতির কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24