প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2025 ইং
রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় গণমাধ্যমকর্মী আহত

রাজশাহী ব্যুরো
রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় সোনালী কন্ঠের স্টার্ফ রিপোর্টার ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) আপেল মাহমুদ (৩৭) নামের এক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।
(২০ অক্টোবর) সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজপাড়া থানাধীন নগরীর ৪নং নম্বর ওয়ার্ডের কোর্ট
বুলনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনা সূত্রে গেছে, গণমাধ্যমকর্মী আপেল মাহমুদের সাথে রাজপাড়া থানাধীন ৪নং নম্বর ওয়ার্ডের মৃত কুরবান আলীর ছেলে মাইনুল ইসলামের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় সাংবাদিক আপেল মাহমুদ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা মামলাটি প্রত্যাহারের জন্য আপেল মাহমুদকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এঘটনায় গত (২০ অক্টোবর) সোমবার বিকেল চারটার দিকে রাজপাড়া থানায় একটি জিডি দায়ের করেন আপেল মাহমুদ।
জিডি দায়ের বিষয়টি প্রতিপক্ষ অবগত হওয়ার পর একই দিনে ভুক্তভোগী আপেল মাহমুদ কোর্ট বুলনপুর মোড়ের উপর আজগরের হোটেলের সামনে পাকা রাস্তার উপর মোটরসাইকেল যোগে গিয়ে থামে।
এসময় অভিযুক্ত মাইনুল ইসলাম আপেল মাহমুদকে হত্যার উদ্দেশ্যে একটি চাপাতি নিয়ে কোপানোর জন্য দৌড়ে আসলে স্থানীয় লোকজন তাকে রোধ করার চেষ্টা করে। এসময় মাইনুল আবারও উত্তেজিত হয়ে আপেল মাহমুদকে ৭-৮ বার কোপ দেওয়ার চেষ্টা করলে কোপটি শরীরে না লেগে তার পিঠে ঝুলানো একটি ব্যাগের উপরে কোপটি লেগে ব্যাগের কিছু অংশ কেটে যায়। পরবর্তীতে মাইনুলের সাথে থাকা আরেক অভিযুক্ত কাশিয়াডাঙ্গা থানাধীন হরিপুর এলাকার মৃত ফয়েজের কন্ট্রাক্টরের ছেলে সাকসেস আপেল মাহমুদকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে আপেল মাহমুদ প্রতিবাদ করা চেষ্টা করে।
এসময় তাকে লক্ষ্য করে হামলা চালায় অভিযুক্ত সাকসেস ও অভিযুক্ত মাইনুলের ভাই ৪নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি বিপ্লব হোসেন এলোপাতাড়ি লাথি, ঘুষি মারতে থাকে অভিযুক্ত সাকসেস ও হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরারও চেষ্টা করে। পরবর্তীতে ভুক্তভোগী আপের মাহমুদকে কোর্ট কোর্ট বুলনপুর থেকে জোর পূর্বকভাবে তুলে নিয়ে যায় আরেকটি স্থানে। সেখানেও আপেল মাহমুদকে শারীরিক ভাবে হেনস্থা করেন কৃষকলীগ সভাপতি বিপ্লব হোসেন। তিন অভিযুক্তদের সাথে থাকা ১০থেকে ১৫জন সন্ত্রাসী আপেল মাহমুদকে পরের দিন সন্ধ্যার মধ্যে মিমাংসা না করিলে তার বাসায় তালা মারার ভয়ভীতি দেখানো। বিষয়টি জানতে পেরে আপেল মাহমুদকে ঘটনাস্থল থেকর উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ আরিফ বলেন,“একজন গণমাধ্যমকর্মীর ওপর প্রকাশ্যে হামলার ঘটনা উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন,“সাংবাদিকরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন, এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপেল মাহমুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানকে কল করা হলে মোবাইলে কল ঢুকলেও তিনি রিসিভ করেননি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24