প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2025 ইং
কুয়েত পৌচ্ছেছে বসুন্ধরা কিংস ফুটবল টীম

কুয়েতে পৌচ্ছেছে বসুন্ধরা কিংস
আবু নাসের মহিউদ্দিন
,কুয়েত প্রতিনিধি,
প্রবাসীদের উষ্ণ অভিনন্দন বসুন্ধরার ঘরোয়া লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে কুয়েতে পৌছেছে বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংস মঙলবার সন্ধ্যায়
৭ বিদেশি খেলোয়াড় নিয়ে কুয়েতের বিমানবন্দরে পৌছালে তপু বর্মণদের বরণ করে নেয় কুয়েতে ক্রীড়া প্রেমী কুয়েত প্রবাসী বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত এর সভাপতি এবং ১৬ ক্লাব এর খেলোয়াড় সহ দায়িত্বশীলরা।
৩ ম্যাচ লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল হল—ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসার এফসি।
২৫ অক্টোবর স্থানীয় সময় বিকাল ৪ টায় বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ খেলবে ওমানের ক্লাব আল সিব।
২৮ অক্টোবর বসুন্ধরা কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লেবাননের ক্লাব আল আনসারের বিপক্ষে। ৩১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় শেষ ম্যাচটিতে বসুন্ধরা কিংস এর মোকাবেলা করবে প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত দলে সঙ্গে। দেশটির সোলবিয়া খাত এলাকায় জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে ম্যাচ ৩ টি অনুষ্ঠিত হবে।
জয় দিয়ে শুরু করবে প্রতিযোগীতা পূর্ণ ম্যাচ খেলবে এমন টাই প্রত্যাশা ক্রীড়া প্রেমী কুয়েত প্রবাসী বাংলাদেশিদের।
কয়েত প্রবাসীরা আশাবাদী বসুন্ধরা কিংস দেশের মাটিতে যেমন জয়ী হয়েছিল তেমনি কুয়েত এর মাটিতে নিজের জয় দিয়ে প্রবাসীদের আনন্দিত করবে।
আজ রোজ বুধবার ২২ অক্টোবর ২০২৫.
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24