
মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
২০ শে অক্টোবর ২০২৫, নারায়ণগঞ্জ ১৭নম্বর সলিমুল্লাহ রোড, ডন চেম্বার নারায়ণগঞ্জের, অতি পুরানো ও স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান, মেডিস্টার জেনারেল হসপিটাল এন্ড রেনেসাঁ ডায়াগনস্টিক সেন্টার এর, প্রতিষ্ঠাতা, প্রোপাইটার, ডাক্তার, লায়লা পারভিন বানুর মাধবী,
দীর্ঘ ৩০ বছর যাবত সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করে আসিতে ছিলেন,
সহযোগী হিসাবে যারা ছিলেন পুরানো, তারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে, লায়লা বানু পারভীনের মাধবী থেকে চলে যান,
তিনি একাই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছিলেন,
প্রতিষ্ঠানটি একা চালানোর সময় আর্থিক জটিলতার কারণে, মোহাম্মদ আক্কাস আলী, মুন্সিগঞ্জ, ৫০/: অংশীদারিত্ব হিসাবে ব্যবসা পরিচালনার জন্য নিয়োগ দেন, ২০২১সালে,
শর্ত ছিল যে, ৫০ লক্ষ টাকা নগদ প্রদান করবেন, তৎক্ষণনি তিনি, পূর্ণ লক্ষ টাকার নগদ প্রধান করে, বাকি ৩৫ লক্ষ টাকার একটি চেক তাকে হস্তান্তর করেন,
পরবর্তীতে এই চেকটি আর ক্যাশ হয়নি ডিজনার হয়ে যায়, পাখি ৩৫ লক্ষ টাকা ডাক্তার মাধবী তার কাছে চাইতে গেলে, দে দিচ্ছি বলে জানান, গত ২২ শে আগস্ট ২০২৫ হঠাৎ তিনি মারা যান, মারা যাওয়ার পর থেকে,
গোলাম মোস্তফা টিপু নামে অদ্য প্রতিষ্ঠানে চাকরিরত মোহাম্মদ গোলাম মোস্তফা টিপু নামে ব্যক্তি, মোহাম্মদ আক্কাস আলী মুন্সিগঞ্জের, পার্টনারশিপের অংশটি কিনেছে বলে জানান,
এটা নিয়ে দীর্ঘ তিন মাস যাবত, ডাক্তার মাধবীর সাথে বিভিন্ন সময় তক্ষবৃতজ্ঞ ,হামলা নির্যাতন , এমনকি সেবা মূলক প্রতিষ্ঠানটির চাকরি লোকদের বেতন পর্যন্ত দিতে দিচ্ছেন না,
আইনি সহযোগিতা তিনি পাননি,
তালাশ বিডি, ঢাকা কেন্দ্রীয় সংস্থান নিকট আইনের সহযোগিতা কামনা করিলে,
তাহারা পুরো টিম, ২০ শে অক্টোবর ২০২৫, বেলা দেড়টার সময়, উক্ত প্রতিষ্ঠানে এসে, সকল বিষয়ে অবগতি হয়ে, গোলাম মোস্তফা টিপু সাথে বসে, লায়লা পারভিন বানর একক মালিকানায় স্টাফদের বকেয়া বেতন পরিশোধে করেন, এবং গোলাম মোস্তফা ট্রিপু কে, আইনির মাধ্যমে তাহার মালিকানা দাবি করার অনুরোধ জানিন, কারণ লায়লা বানু মাধবী পূর্বের ফিফটি পার্সেন্ট অংশীদার এর নিকট টাকা পাওনা থাকার দরুন, মামলা করা আছে, মামলা নিষ্পতি না হওয়া পর্যন্ত, ডাক্তার লায়লা বানু মাধবী একক ভাবে মালিকানা পরিচালনা করবেন বলে জানা।
ডাক্তার লায়লা ভানু মাধবী, তালাশ বিডি কার্যকলাপের সন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং তাহাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।