প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
৭৪ বছর বয়সী তরমান বিয়ে করেছেন ২৪ বছরের তরুণী শেলা আরিকাকে

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া
বিশ্বের সবচেয়ে বৃহত্তর মুসলিম দেশ ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পাসিতানে ৭৪ বছর বয়সী তরমান বিয়ে করেছেন ২৪ বছরের তরুণী শেলা আরিকাকেযা নিয়ে পুরো দেশজুড়ে তোলপাড় বিয়েতে নববধূকে দেনমোহর হিসেবে দিয়েছেন ৩ বিলিয়ন রুপিয়াহ (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ২২ লাখ)!
কিন্তু বিতর্কের সূত্রপাত, যখন নবদম্পতি ফটোগ্রাফারদের পারিশ্রমিক না দিয়েই উধাও হয়ে যান!
এখন পুলিশ তদন্তে নেমেছে।
অনলাইনে গুজব ছড়ায়, বর নাকি কনের পরিবারের মোটরসাইকেলে পালিয়েছেন! তবে তরমান জানিয়েছেন,
আমরা পালাইনি, এখনো একসঙ্গে আছি মধুচন্দ্রিমায়!
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24