
ক্রীড়া প্রতিনিধি :ঢাকা
লিগ সকারে (এমএলএস) গোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি
ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম গোল্ডেন বুট বিজয়ী তিনি। ২০২১ সালের পর প্রথম আর্জেন্টাইন হিসেবে এই পুরস্কার জিতলেন মেসি।
মেসির গোল্ডেন বুট জয়ের দিনে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। ন্যাশভিল এসসির বিপক্ষে ৫-২ গোলের দাপুটে জয় দিয়ে নিয়মিত মৌসুম শেষ করেছে তারা। এদিন হ্যাটট্রিক করেছেন মেসি, সঙ্গে করেছেন এক অ্যাসিস্ট।
লিগে মায়ামির হয়ে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট নিয়ে নিয়মিত মৌসুম শেষ করলেন মেসি। সবমিলিয়ে ৪৮ গোল অবদানে তার।
এবারের লিগে গোলদাতার তালিকায় মেসি আছেন শীর্ষে। ন্যাশভিলের স্যাম সারিজ ও এলএ এফসির ডেনিস বুয়াঙ্গা করেছেন ২৪টি করে গোল।
শেষ ম্যাচে মেসি গড়েছেন আরেকটি রেকর্ড। মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র ৫৩ ম্যাচে এই কীর্তি গড়েন মেসি!