ফুটবল জাদুকর লিওনেল মেসি আরও একবার প্রমাণ করলেন কেন তাকে বলা হয় ফুটবলের মহাজাদুকর। তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে ভর করে ইন্টার মায়ামি নিশ্চিত করেছে এমএলএস প্লে-অফ। রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মায়ামি।ম্যাচটি মায়ামির জন্য মোটেও সহজ ছিল না। ৩৪তম মিনিটে মেসি বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো শটে দলকে এগিয়ে দিলেও, বিরতিতে যাওয়ার আগেই ৪৩ মিনিটে সারিজ ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে শ্যাফেলবার্গের গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি।
কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল সম্পূর্ণ মেসিময়। ৬২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় (২-২) ফেরান আর্জেন্টাইন এই সুপারস্টার। এর মাত্র পাঁচ মিনিট পর রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর ৮১তম মিনিটে মেসি তার বহুল কাঙ্ক্ষিত হ্যাটট্রিকটি পূর্ণ করেন। ঠিক এক বছর পর ক্লাবের জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তেলাস্কো সেগোভিয়া পঞ্চম গোলটি করলে ৫-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
এই জয়ের ফলে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তৃতীয় স্থান নিশ্চিত করল ইন্টার মায়ামি।এবারের এমএলএস মৌসুমে মেসি সবমিলিয়ে ২৯টি গোল এবং ১৯টি অ্যাসিস্ট করেছেন, যা লিগের এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড।
