প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের বাট্টাজোড় তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইব্রাহীম মিয়া।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোঃ আক্তার হোসেন মাস্টার,
এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সদস্য সাবেক মেম্বার মোঃ আরিফুজ্জামান দুদু,
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ বজলুর রশিদ,
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন আকন্দ,
ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খায়রুল ইসলাম,
সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবীবসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শত নেতা-কর্মী।
সমাবেশ শুরুর আগে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
🔹 বক্তাদের বক্তব্য
বক্তারা বলেন,
“দীর্ঘদিন ধরে বাট্টাজোড়সহ আশপাশের এলাকা জলাবদ্ধতার কষ্টে ভুগছে। জনগণের এই দুর্ভোগ কোনো সরকারই সমাধান করতে পারেনি। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে এবং বাট্টাজোড়–পলাশতলা–কুড়িবিল এলাকার জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।”
তারা আরও বলেন,
“বিএনপি জনগণের দল—জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধ। বিগত সরকারের দমন-নিপীড়ন আমাদের আন্দোলন থামাতে পারেনি, বরং জনগণের ভালোবাসাই আমাদের নতুন করে শক্তি জুগিয়েছে।”
এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
শেষে দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24