প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
নলডাঙ্গায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ইউসুফ হোসেন,
জেলা প্রতিনিধি, নাটোর।
নাটোরের নলডাঙ্গায় ফ্রি চক্ষু শিবির ও চোখের ছানি অপারেশন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর -২০২৫) বিকেলে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌর ও উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুনুর রশীদ মোল্লা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নলডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়াউল হক জিয়ার ব্যবস্থাপনায়, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের অর্থায়নে ৪০ জন রোগীকে বগুড়ার গাক চক্ষু হাসপাতালে ফ্রি অপারেশন করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলডাঙ্গার বিশিষ্ট সমাজ সেবক ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক আনিছুর রহমান, নলডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারী আবদুল মালেক, মাধনগর ইউনিয়ন শাখার সহসভাপতি হাফেজ আশরাফুল ইসলাম বাবু প্রমূখ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24