
নারায়ণগঞ্জ জেলা বধির বাক শ্রবণ প্রতিবন্ধীদের আহন ও কর্মসংস্থান, ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি,
পারভিন আক্তার নারায়ণগঞ্জ প্রতিনিধি ,
১৫ই অক্টোবর রোজ বুধবার, সকাল ১১ ঘটিকায়,
নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্নে,
নারায়গঞ্জ জেলা বধির,ও জাতীয় বধির ঐক্য পরিষদ সম্মিলিতভাবে, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর,৭ দফার দাবিতে স্মারকলিপি প্রদান করেন,
সংস্থার নেতৃবৃন্দ, সকল সদস্যদের নিয়ে, দুই নম্বর রেলগেট হইতে রেলি নিয়ে, প্রেসক্লাব এর সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে, অবস্থান কর্মসূচি পালন করেন,
তাহাদের দাবি নারায়ণগঞ্জ বধির বা শ্রবণ প্রতিবন্ধীদের, আহন কর্মসংস্থা ও নারায়ণগঞ্জ বধির স্কুল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে,
চাকূরি ক্ষেত্রে তাদের কোঠা নিশ্চিত করতে হবে,
চিকিৎসা বাসস্থান সকল ক্ষেত্রে তাদেরকে অগ্রধিকার প্রদান করতে হবে,
স্কুল ,হসপিটাল সকল ক্ষেত্রে তাদেরকে লাঞ্ছিত হইতে হয় তাহার নিন্দা জানান,
উপদেষ্টা আমির হোসেন মহোদয়, বধির সংস্থার, পূর্বের কমিটির সভাপতি, আবুল কালাম আজাদ, দীর্ঘ ছয় বছর তাহাদের হিসাব দেয়নি বলে অভিযোগ দাখিল করেন, এবং জেলা প্রশাসকের মহোদয়ের নিকট তাহার সুষ্ঠু সমাধান জন্য প্রার্থনা করেন,
বধির সংস্থার সিনিয়র সহ-সভাপতি, সলিমুল্লাহ করিম সেলিম, জানান যে, বাক প্রতিবন্ধীরা অত্যন্ত অসহায় এবং এটাকে পুঁজি করে, সাবেক কিছু দুষ্কৃতিকারীরা তাহাদের অনুদানের অর্থ ও চাল আত্মসাৎ করে, তাহা প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে তাহার বিচারের দাবি জানান,
এবং তাহাদের সাত দফার যুক্তি দাবি, অবিলম্বে পূরণ করার অনুরোধ জানান,
সংগঠনের বধির সাধারণ সম্পাদক, ইশারায় তার বক্তব্য রাখেন যে তারা খুব অসহায় এবং হতদরিদ্র, পরিবারের সদস্যদের সঙ্গে, সাবেক সভাপতি ,জুলুম ও অত্যাচার করে, তাদের পাওনা টাকা আত্মসাৎ করেছে, অভিলাবে তাহার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করছেন।
বক্তব্য শেষে, জেলা প্রশাসকের সভাকক্ষে, স্মারকলিপি প্রদান করেন।