প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
হায়রে জীবন

💦 হায়রে জীবন 💦
মোঃ মানিক মিয়া,
সাংবাদিক ও লেখক।
সাদুল্লাপুর, গাইবান্ধা।
ছুটতে ছুটতে হচ্ছি পরিশ্রান্ত
হাঁপাতে হাঁপাতে আছি জীবন্ত।
নিশিতে থাকি যখন ঘুমন্ত
অঙ্গ, চিত্ত হয় শান্ত।
কাজের ধারা বজায় রাখতে
চেষ্টা সময়ে তাল মেলাতে।
পাচ্ছিনা যেন প্রাণশক্তি পীড়নে
ক্লান্তি দূর রাতের অবসানে।
ভোরের শুরুটা আবারো সমভাবে
প্রতীক্ষা কখন রাত হবে।
এভাবেই কাটবে সময় জীবনে
স্তব্ধ হবে সব মরণে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24