প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
বাট্টাজোড় ইউনিয়নে ৩নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জ প্রতিনিধি: আলী মজনু বাবু
রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মন্ডল। তিনি বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. আকতার হোসেন মাস্টার। তিনি বলেন, “দলকে সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার। তিনি বলেন, “স্বৈরশাসক শেখ হাসিনার অত্যাচারে নিপীড়িত-নিপীড়নক্লিষ্ট জনগণ আজ জেগে উঠেছে। ইনশাআল্লাহ, বিএনপির নেতৃত্বেই দেশে আবার ফিরে আসবে সুদিন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক বজলুর রশিদ। তিনি বলেন, “এদেশের মানুষ পিয়ার পদ্ধতি চায় না, তারা চায় গণতন্ত্র। আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে যাব ইনশাআল্লাহ।”
বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লিটন আকন্দ বলেন, “আমরা গ্রাম থেকে শহর পর্যন্ত বিএনপির বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।”
সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু মেম্বার বলেন, “তৃণমূল কর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের সম্মান ও প্রেরণা দিতে হবে।”
বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সভাপতি খাইরুল ইসলাম মন্ডল বলেন, “যুব সমাজকেই বিএনপির নেতৃত্বের ধারায় এগিয়ে আনতে হবে।”
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দলের কর্মসূচি পালন করে যাব এবং জনগণের পাশে থাকব।”
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24