প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
প্রকৃতি প্রেম

প্রকৃতি প্রেম, (কবিতা)।
মোঃ মানিক মিয়া,
সাংবাদিক ও লেখক
আমার ভালোলাগে প্রকৃতির রূপ সৌন্দর্যে তৃষ্ণা মেটাতে
সকাল বেলায় শিশির ভেজা দূর্বাঘাসে পথ চলতে।
ভালোলাগে কোকিলের কুহুরব শুনে ঘুম ভাঙ্গাতে;
প্রকৃতিতে মাথা রেখে স্নিগ্ধ বাতাসে মন জুড়াতে।
ভালোলাগে টিনের চালে বৃষ্টির টুংটাং শব্দ শুনতে;
গভীর রাতে হাসনাহেনার মিষ্টি গন্ধে মন মাতাতে।
ভালোলাগে সোনালী আবির ছড়িয়ে সূর্য ডোবা দেখতে ;
বাগানে নানা রঙের প্রজাপতি, ফড়িং উড়া দেখতে।
ভালোলাগে ধানের ক্ষেত দেখে কৃষকের হাসি দেখতে;
রাখালের আপন সুরে বাজানো বাঁশিতে মন জুড়াতে।
ভালোলাগে পূর্নিমার চাঁদ দেখার আনন্দ উপভোগ করতে ;
ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ আর ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে।
এমন করেই আমি মিশে থাকি প্রকৃতির প্রতি পরতে,
এই ভালোলাগা চিরন্তন, থাকে হৃদয়ের গভীরেতে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24