প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
ছাত্র দলের সহ-সভাপতি ইসলামি আন্দোলনে যোগদান

রাসেল আলম : বিভাগীয় প্রধান ঢাকা
মাসুদ রানা বিএনপির যেসকল বিষয়ের উপর অসন্তুষ্ট হয়ে দল ত্যাগ করেছেন নিন্মে তার হুবহু ফেইসবুক পোস্ট দেওয়া হলো।
জাতীয়তাবাদী ছাত্রদল থেকে পদত্যাগপত্র
আমি মাসুদ রানা।
২০২৩ সালে গঠিত হবিগঞ্জ জেলার লাখাই থানার ৩ নং মুড়িয়াউক ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনোনীত হই। (বর্তমান কমিটি)
আমি বিগত ফ্যাসিবাদের শাসনামলে, দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। মিছিল, মিটিং ও সংগ্রাম করতে গিয়ে অনেক অন্যায়, অত্যাচার ও জুলুম, নির্যাতনের স্বীকার হতে হয়েছে। তবুও কখনো থেমে যায়নি। সদা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে ছাত্রদলের রাজনীতি করেছি। কখনো আদর্শ ও দলীয় মূল চেতনা হতে বিচ্যুত হয়নি।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, ৫ আগস্টের ফ্যাসিস্ট মূক্তের পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে ইসলাম, মানবতা,দেশ ও সর্বোপরি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে যাচ্ছে।সন্ত্রাস, চাঁদাবাজি, মানুষ হত্যা সহ সকল প্রকার অন্যায়ের আশ্রয়স্থলে রূপান্তরিত হচ্ছে আজকের বিএনপি ও তার সহযোগী সংগঠন গুলো। যেসব ইসলামপন্থী দল ও ইসলামিক চিন্তাবিদরা লীগ আমলে বিএনপির পাশে থেকে আন্দোলন, সংগ্রাম করে জুলুম, নির্যাতনের কবলে নিষ্পেষিত হয়েছিল, তাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে। যা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আচরণের সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। বিএনপি আজ প্রকাশ্যে শরিয়া আইনে অবিশ্বাসী বলে ঘোষণা দিচ্ছে, দেশে মৌলবাদের অভয়ারণ্য হতে না দেওয়ার বক্তব্য দিচ্ছে, ওয়াজ মাহফিলে দলের নেতারা আলোচকদের লীগের পন্থায় নিজেদের পক্ষে আলোচনা করতে বাধ্য করতে চাচ্ছে। সত্য, ন্যায় ও ইনসাফের কথা যখন দিল্লী ও বিশ্ব মোড়লদের বিরুদ্ধে যাচ্ছে বিএনপি এর বিরোধীতা করছে। আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করার জন্য দলের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। দল যখন তাদের মূল উদ্দেশ্যের বিপরিতে যাচ্ছে তখন তাদের সাথে কাজ করা সম্ভব হয়ে উঠছে না। এবং বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিএনপির লোকদের নির্যাতন করছে অথবা সহযোগীতা করছে আজকে সে সকল লোক বিএনপির নেতৃত্ব দিচ্ছে। বিএনপির এসব অবস্থান আমার বিশ্বাস, চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী। তাই আমি একজন ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে স্পষ্টভাবে বুঝতে পারছি, আমাদেরকে সঠিক, সচ্ছল রাজনীতির মাঠে কোণঠাসা করে রাখা হয়েছে।
আমি পাথর দিয়ে, উল্টো করে ঝুলিয়ে, চাঁদার টাকা না পেয়ে স্বামী, সন্তানের সামনে ধর্ষণ করে মানুষ হ*ত্যা, সন্ত্রাসকে ন্যূনতম সমর্থন দিতেও রাজি নই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস রাখতে চাই। বিগত ১৬ বছর যেভাবে কথা বলেছি ঠিক তেমনি আমি ন্যায়, ইনসাফ ও মানবতার পক্ষে কথা বলতে চাই। দলীয় স্বার্থ নয় শুধু—দেশ, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র। তাই বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদল থেকে সেচ্ছায় পদত্যাগ করছি।
সেই সাথে আমি ইসলাম দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করতেছি।
আমরণ ইসলামী আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী হয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিজের সাধ্যটুকু দিয়ে পাশে থাকব ইনশাআল্লাহ
মাসুদ রানা
সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি
৩নং মুড়িয়াউক ইউনিয়ন ছাত্রদল
লাখাই, হবিগঞ্জ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24