প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
স্ত্রী রহিমা স্বামী আক্তার হোসেনকে বিষ পান করিয়ে হত্যা

মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ।
৩, অক্টোবর রোজ শুক্রবার
নারায়ণগঞ্জ বন্দর একরামপুরে পাভেল ভান্ডারের বাড়ি সংলগ্নে,
আব্দুল মান্নানের ছেলে, আক্তার হোসেন, নারায়ণগঞ্জ পাঁচ নম্বর ঘাটে, গুদারাঘাট সংলগ্নে, মৃত্যুমুখে ঢলে পড়ে হঠাৎ, নারায়ণগঞ্জ থানার খবর পেয়ে, প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শজ্জা জেনারেল হসপিটাল খানপুরে, পরে ভিক্টোরিয়া হসপিটালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়,
৪ অক্টোবর, শনিবার ৫:৩০ মিনিটে, নারায়ণ গঞ্জ থানা হইতে আখতার হোসেনের মৃত্যুর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করে,
মৃত্যুর আক্তার হোসেনের পরিবার, নবীগঞ্জ কবরস্থানে, চারটার সময় জানাজা কমপ্লিট করেন,
মিতু আক্তার হোসেনের পরিবারবর্গ, বাংলাদেশ বন্দর থানায় উক্ত বিষয়ে মামলা রুজি করতে গেলে ডিউটি অফিসার উত্তম মামলা নেননি বলে জানান মৃত্যু আখতার হোসেনের পরিবারবর্গ,
এলাকাবাসী সকলে মিতু আক্তার হোসেনের স্ত্রী, রহিমা বেগমকে আক্তার হোসেনের হত্যাকারী বলে এলাকাবাসী জানান,
এবং তাহার ফাঁসি দাবি করেন এলাকাবাসী, জানা যায় উক্ত মহিলা পরকীয়ায় অন্য পুরুষের সাথে তাই তার স্বামী আক্তার হোসেনকে বিষ পানে হত্যা করেন,
এলাকাবাসী হত্যাকারী রহিমাকে ঘড় অবরুদ্ধ করে আটকে রেখেছেন,
উক্ত বিষয়ে এখনো পর্যন্ত বন্দর থানায় কোন মামলা নেননি,
গতকাল তিন তারিখে নারায়ণগঞ্জ থানায় সরকারবাদী হয়ে একটি মামলা রুজি করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24