
স্থান ন্যাশনাল পার্ক গাজীপুর,
৩ই অক্টোবর রোজ শুক্রবার,
সকাল ৯ টা ৩০ মিনিটে,
আয়োজনে ,অভিযান নিউজ টিভি অনলাইন,
অভিযান নিউজ টিভি অনলাইন ব্যবস্থাপনায় উদ্যোগে,
বাংলাদেশের সকল জেলা উপজেলা সাংবাদিক প্রতিনিধি নিয়ে,
এক বনভোজনের আয়োজন করেন,
উক্ত বনভোজনের পরিচালনা করেন, অভিযান নিউজ টিভি র সম্পাদক ও প্রকাশক
এস ,এম ,কে, মিজান, ময়মনসিংহ,
আরো যারা উক্ত পিকনিকে অংশগ্রহণ করছেন,
মোঃ হুমায়ুন কবির ঢাকা প্রতিনিধি,
অমল কুমার বর্মন পঞ্চগড় প্রতিনিধি,
আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি,
আরিফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া,
আব্দুর রহিম সিরাজগঞ্জ প্রতিনিধি,
মারুফ হাসান নেত্রকোনা প্রতিনিধি,
বিপ্লব হাসান বুলেট, গাজীপুর প্রতিনিধি,
তোফাজ্জল হোসেন পটুয়াখালী,
মোহাম্মদ আল-আমিন ভালুকা,
হোসাইন মোহাম্মদ ইমরান পঞ্চগড়,
শাহাদাত হোসেন জুয়েল গাজীপুর
মোহাম্মদ আইয়ুব আলী পাবনা,
তানজেল আলি মন্টু বগুড়া,
তালাত মাহমুদ, নরসিংদী,
তরিকুল ইসলাম ঢাকা,
তৌফিক হাসান শামীম জামালপুর,
সহ বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এই পিকনিকে অংশগ্রহণ করেন, এবং সকল প্রতিনিধিদেরকে, অভিযান নিউজ টিভির পক্ষ থেকে ক্রেস প্রদান করেন,
এস এম কে মিজান সম্পাদক মহোদয়।