
মোহাম্মদ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ।
আজ ৩০ শে সেপ্টেম্বর ২০২৫, নারায়ণগঞ্জ জেলার শহর সমাজসেবার, অধীনস্থ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে, আজ তৃতীয় দিনের, বিভিন্ন দুর্গাপূজা মন্ডলের পরিদর্শন করেন,
আজ যে সকল পূজা মণ্ডল পরিদর্শন করেন,
প্রথমে কাচারে গলি সার্বজনীন পূজা কমিটি,
দ্বিতীয় পরিদর্শন করেন,
শ্রী শ্রী, বলদের জিওর আঘরা ও শিব মন্দির,
তৃতীয় পূজা মণ্ডল, পরিদর্শন করেন,
নিতাই বো সার্বজনীয় দুর্গাপূজা মণ্ডল নারায়ণগঞ্জ,
পরিদর্শন যারা অংশগ্রহণ করেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, শহর সমাজসেবার অফিসার,
মোহাম্মদ ইমরান , শহর সমাজ সেবার কর্মকর্তা,
পারভীন আক্তার, নির্বাহী সদস্য, আঞ্জুমান সংস্থা, নারায়ণগঞ্জ,
কাজল আক্তার, সভানেত্রী, অক্ষয় নারীর সংস্থা,
পারভিন বেগম, সাধারণ সম্পাদিকা অক্ষয় নারীর সংস্থা,
শিশির আহমেদ শিশু, নির্বাহী সদস্য, ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ,
মোহাম্মদ রিয়াজ আহমেদ, সদস্য, ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি,
মাহাবুব, সাধারণ সম্পাদক, ভোরের আলো সংস্থা,
রেজিনা মাহবুব, ডাইরেক্টর,
নুরজাহান রুনা, কোষাধক্ষ , অক্ষয় নারীর সংস্থা,
সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে আজকের এ পরিদর্শন সমাপ্ত ঘোষণা করেন।