প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
আনোয়ারায়-টানেল-চত্বরে বাস চাপাই মাইক্রো ড্রাইভার নিহত

মোঃ ইমরান বিন ইসলাম
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় চাতুরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশে কর্ণফুলী টানেল চত্ত্বরে দ্রুতগামী বাসচাপায় মোহাম্মদ সোহেল (৪০) নামের ১ মাইক্রো ড্রাইভার নিহত হয়েছেন। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ী এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় মাইক্রো চালক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদ সোহেল টানেলের আনোয়ারা প্রান্তের গোলচত্বর এলাকা থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গোলচত্বরে নিয়ম না নেমে উল্টো পথে আসা একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে থাকা লোকজন উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্য রকেট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাস নিয়ে পালানোর চেষ্টা করলে শাহ আমানত সেতুর টোল প্লাজা থেকে চালক কবির হোসেন (৪২) ও তার সহকারী সাগর আহমদ (২২) কে আটক করে পুলিশ। কবিরের বাড়ি জামালপুর এবং সাগরের বাড়ি টাঙ্গাইলে।
সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সোহেল নিহত হওয়ার খবরে রাতে উপজেলার মইজ্জারটেক গোল চত্বরে বিক্ষোভ করেন স্থানীয় চালক ও যাত্রীরা। পরে পুলিশ বাসচালক ও তার সহকারীকে আটক করার খবর জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের শ্যালক মোহাম্মদ আরিফ বলেন, আমার বোনজামাই গাড়ি রেখে টানেল চত্ত্বর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
আনোয়ারা কার-মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, বাসটি যদি নিয়ম মেনে গোলচত্বর ঘুরে আসত, তাহলে সোহেল দুর্ঘটনার মুখে পড়তেন না। বাসচালক ও তার সহকারীর ভুলের কারণে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী নিশ্চিত করেন, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাসচালক ও সহকারীকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24