প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2025 ইং
জেলা পরিষদের উদ্যোগে ইঞ্জিনচালিত বোট বিতরণ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে

মঞ্জুরুল ইসলাম লিটন,
লংগদু প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-এর উদ্যোগে লংগদুতে দূরপাল্লার স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের সুবিধার্থে ইঞ্জিনচালিত দুটি বোট বিতরণ করা হয়েছে। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদের তত্ত্বাবধানে উপজেলার ফরের মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝারুল বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি বোট সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলার মাইনীমুখ বাজার ফরেস্ট ঘাট এরিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে দুটি প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের মাঝে ১টি করে মোট দুটি ইঞ্জিনচালিত বোট হস্তান্তর করা হয়।
এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ বলেন, "দূরপাল্লার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা এবং বর্ষাকালে কাপ্তাই লেকের পানি বৃদ্ধির ফলে বাচ্চাদের স্কুলে যেতে মারাত্মক অসুবিধায় পড়তে হয়। শিক্ষার্থীদের এই যাতায়াত অসুবিধা বিবেচনা করেই আমরা এমন উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, "সকলের সহযোগিতা পেলে উপজেলার দূর্গম এলাকাগুলোতে এ ধরনের সেবা আরও বেশি করে পৌঁছাতে পারবো।"
এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে অপেক্ষাকৃত নিরাপদে এবং সহজে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারবে বলে আশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24