প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
গাজীপুর মহানগর এ জাকের পার্টির জনসভা ও র্যালী

স্বর্ণা আক্তার
গাজিপুর
গাজীপুর মহানগরের কাশিমপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ২টায় কাশিমপুর ৪ নম্বর ওয়ার্ডে এ জনসভা ও র্যালির আয়োজন করা হয়।
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জনসভা ও র্যালি ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এক মাস ১১ দিন ব্যাপী চলবে। এ সময়কালে দেশের ৪৫৭৮টি ইউনিয়ন, ৪৯৫টি উপজেলা ও বিভিন্ন সিটি কর্পোরেশনে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হবে।
আজকের অনুষ্ঠান সভায় আনোয়ার পারভেজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সহ-সভাপতি কাদের মোল্লা, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ অ্যাডভোকেট জাহিদুল ইসলাম সজীব, সভাপতি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট মোঃনজরুল ইসলাম, যুব ফ্রন্ট আঃ সালাম দেওয়ান, এছাড়াও ইমন শিকদার, মহি দেওয়ান, হোসেন গাজ্জালী ,মহিলা বিষয়ক সাংগঠনিক সম্পাদিকা রিনা বেগম, এবং উক্ত ওয়ার্ডে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, বর্তমান রাজনীতিতে মিথ্যাকে পরাজিত করে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই সঙ্গে জাকের পার্টিকে সমর্থন জানিয়ে দলীয় পবিত্র প্রতীক গোলাপ ফুলে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। শেষে দলীয় নেতৃবৃন্দ ও সদস্যদের সক্রিয় সহযোগিতায় জনসভা ও র্যালি সফলভাবে সমাপ্ত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24