প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
ইমরান খানের আদিয়ালা জেল থেকে বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আদিয়ালা জেল থেকে বার্তা - ২২ সেপ্টেম্বর ২০২৫ "তোষা খানার ২ এর মিথ্যা
মামলা সম্পূর্ণরূপে মিথ্যা বলে দূর্বল হয়ে পড়েছে কারণ এই মামলা যে ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে মামলাটি দায় করানো হয়েছিল, সেই সাক্ষী আদালতে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। এই মামলাটি আরও অধিকর সময় বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই কারণ প্রসিকিউশনের পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষী ব্রিগেডিয়ার আহমেদ এবং কর্নেল রেহানও বলেছেন যে তোষা খানার থেকে নেওয়া উপহারগুলোর কাগজপত্র সম্পূর্ণ ছিল। কিন্তু সব প্রমাণ এবং সরকারি সাক্ষীদের মিথ্যা প্রমাণিত হওয়ার পরও মামলার শুনানি চলছে। যদি রাজনৈতিক প্রতিশোধই উদ্দেশ্য না হয় তাহলে এই মিথ্যা মামলায়ও আমার এবং আবসার বেগমের মুক্তি এই সপ্তাহেই হয়ে যাওয়া উচিত। বৃহস্পতিবার আল-কাদের মামলাটিরও সবশেষ তারিখ দেওয়া হয়েছে। আমি এখনও আশা করি যে আদালত মেরিট এবং আইনকে সামনে রেখে এই মামলায় সঠিক রায় দেবে এবং এই মিথ্যা মামলায় মুক্তি পাওয়া যাবে। " মোহসিন নকভী ক্রিকেট এবং আসিম মুনির পাকিস্তানের একটি একই অবস্থা তৈরি করে দিয়েছেন। পাকিস্তানে প্রতিটি প্রতিষ্ঠান বর্তমানে ধ্বংসের শিকার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24